ভারতে নিষিদ্ধ হচ্ছে আইএস
আন্তর্জাতিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও এর সহযোগী সংগঠনগুলো ভারতে নিষিদ্ধ হচ্ছে। বেআইনী কার্যক্রম (প্রতিরোধ) আইনে শিগগিরই সংগঠনটিকে নিষিদ্ধ করা হবে বলে ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্টে বলেছিল, মধ্যপ্রাচ্যের এই সংগঠনটিকে ভারতে জাতিসংঘের কর্মসূচির আলোকে নিষিদ্ধ করা হবে। গত বছরের মে মাসে আইএসআইএসে যোগ দিতে মুম্বাই থেকে চারজন ইরাক ও সিরিয়া যায়। একজন গতবছরই ফিরে আসলেও বাকি তিনজনের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি।
এদিকে, গত বছরের ডিসেম্বরে আইএসআইএসের টুইটার এ্যাকাউন্ট চালানোর অভিযোগে বেঙ্গালুরুর একটি বহুজাতিক প্রতিষ্ঠানের এক্সিকিউভিডকে গ্রেফতার করা হয়। এছাড়া, গত মাসেই আইএসআইএসে যোগ দিতে যাচ্ছে বলে ধারণা করে হায়দ্রাবাদের এক যুবককে সিরিয়া যেতে দেওয়া হয়নি।
সম্প্রতি অবসরে যাওয়া দেশটির ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান আসিফ ইব্রাহীম বলেছেন, ভারতের তরুণদের মধ্যে ইরাক ও সিরিয়ার মতো সংঘাতপ্রবণ দেশে যাওয়ার প্রবণতা তাৎক্ষণিকভাবে বিপদজ্জনকতো বটেই, দেশের জন্যও এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিপদ ডেকে আনতে পারে।
এএইচ/এমএস