দিল্লিতে বিস্ফোরণে নিহত ১ (ভিডিও)


প্রকাশিত: ১১:২৫ এএম, ২৫ অক্টোবর ২০১৬

ভারতের রাজধানী দিল্লির পুরনো ও ব্যস্ত অংশ চাদনি চকের নয়াবাজারে বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে।

বোমা বিস্ফোরণের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেবিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানা যায়নি। তবে  পথচারীরা বলছেন, বিস্ফোরণের আগে তারা এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে যেতে দেখেছেন। এর পরপরই ওই বিস্ফোরণ হয়েছে।

বার্তাসংস্থা এএনআইকে দিল্লির উত্তর রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার ভিরেন্দ্র চাহাল বলেন, পাটের ব্যাগে থাকা আঁতশবাজির বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উত্তর দিল্লির উপ-পুলিশ কমিশনার মধুর ভার্মা বলেন, নিহত ব্যক্তিই আঁতশবাজি নিয়ে যাচ্ছিলেন। বিস্ফোরণের আলামত সংগ্রহের জন্য ওই এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলাবাহিনী।

স্থানীয় কাউন্সিলর সুরেখা গুপ্ত বলেন, বিস্ফোরণে আশ-পাশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।



সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।