আফগানিস্তানে গোপন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িত


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

আফগানিস্তানে গোপন যুদ্ধে জড়িত রয়েছে এবং এ যুদ্ধের মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে যুদ্ধ শেষ করা হয়েছে বলে আনুষ্ঠানিক  ঘোষণা করার পরও এ তৎপরতা অব্যাহত রাখা হয়েছে এবং তা বাড়ানো হয়েছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ সংক্রান্ত খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, গত অক্টোবর থেকে রাতে গোপন হামলা বাড়ানো হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানে সন্ত্রাসী হামলার বিস্তারিত বিবরণ সংবলিত একটি ল্যাপটপ আফগান ও মার্কিন কমান্ডোরা হস্তগত করার পর এ জাতীয় অভিযান বাড়ানো হয়।

দৈনিকটি নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান এবং আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, এ জাতীয় অভিযানে কথিত উপদেষ্টার ভূমিকা পালন করার বদলে   মার্কিন সেনারা সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করছে।

পুরো যুদ্ধই গোপনে চলছে এ কথা উল্লেখ করে আফগান এক সাবেক নিরাপত্তা কর্মকর্তা আরো বলেন, আফগানিস্তানে আমেরিকার আনুষ্ঠানিক যুদ্ধ শেষ হয়েছে। এখন যে যুদ্ধ চলছে তা গোপন যুদ্ধ এবং এটি বেশ কঠোর ভাবেই চলছে।

এদিকে আফগানিস্তানে গোপন যুদ্ধ চালানোর কথা পরোক্ষ ভাবে স্বীকার করেছেন পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি। তিনি বলেন, তার ভাষায় সন্ত্রাস বিরোধী অভিযান চালানো আফগানিস্তানে নিযুক্ত মার্কিন মিশনের অন্যতম দায়িত্ব। এ জাতীয় অভিযান আফগানিস্তানের অংশিদারিত্বে অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।