ইদলিব প্রদেশে গোলাবর্ষণে ১৬ বেসামরিক নিহত


প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৫ অক্টোবর ২০১৬

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে সিরীয় বাহিনীর গোলাবর্ষণের ঘটনায় তিন শিশুসহ ১৬ বেসামরিকের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে ভারি গোলাবর্ষণ করেছে সিরীয় বাহিনী। খবর আল জাজিরার।

এদিকে, সোমবার দক্ষিণ প্রদেশের খান শেইখুন শহরে বিমান হামলায় দুই নারী ও এক শিশুসহ সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

সিরীয় বাহিনী এবং রুশ বাহিনী বিদ্রোহীদের ওই এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলায় এ পর্যন্ত বহু বেসামরিকের মৃত্যু হয়েছে।

এদিকে, উত্তরাঞ্চলীয় কাফর তাখারিম প্রদেশে চার নারী এবং দুই শিশুসহ আরো সাতজনের মৃত্যু হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।