পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলা, নিহত ২০


প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৬

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৫ জন পুলিশ ক্যাডেট। সোমবার স্থানীয় সময় দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি সূত্র জানায়, ঘটনার পরপরই অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) কমান্ডা। খবর ডন

পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পসের মহাপরিদর্শক মেজর জেনারেল শের আফগান অভিযানের বিস্তারিত তুলে ধরে বলেন, এই মুহূর্তে হতাহতের সঠিক সংখা নিশ্চিত হওয়া না গেলেও অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৬৫ জন আহত হয়েছেন।

খবরে বলা হয়, হামলাকারীরা কলেজের মূল ফটক দিয়ে প্রবেশ করেই গুলিবর্ষণ শুরু করে। অন্তত ছয়জন হামলাকারী কলেজটিতে হামলা চালায় বলে সরকারি সূত্র থেকে জানানো হয়।

এখন পর্যন্ত ২৫০ জন ক্যাডেটকে কলেজ ক্যাম্পাস থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে এসএসজি। কলেজটিতে ৬০০ জন পুলিশ ক্যাডেট ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমসমূহে বলা হয়, রাত ১টার দিকে অন্তত তিনটি বিস্ফোরণ ঘটে। এক সাংবাদিক জানান, বিস্ফোরণে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। হামলাকারীরা একে-৭৪ রাইফেল বহন করছিলেন।

ঘটনার পর দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কলেজটি কোয়েটার সারিয়াব রোডে অবিস্থত। এই এলাকাটি কোয়েটার সবচেয়ে বিপজ্জনক জায়গা বলে পরিচিত। এক একর জায়গার উপর প্রতিষ্ঠিত কলেজটি কোয়েটা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবিস্থত।

গত ১০ বছর আগে থেকে এই এলাকায় সামরিক বাহিনী জঙ্গি হামলার শিকার হয়ে আসছে। ২০০৬ ও ২০০৮ সালেও এই প্রশিক্ষণ কলেজ হামলার শিকার হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।