হামলার দায় তালেবানের স্বীকার


প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে হামলার দায় স্বীকার করেছে দেশটির চরমপন্থী সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক ই-মেইল বিবৃতিতে তার এ হামলার দায় স্বীকার করে। খবর ডন নিউজ।

খবরে বলা হয়েছে, পেশোয়ারের একটি শিয়া মসজিদে সশস্ত্র হামলার দায় স্বীকার করেছে তালেবান।
শুক্রবার জুমার নামাজের পর আত্মঘাতী বোমা হামলার সঙ্গে সঙ্গে বন্দুক দিয়ে গুলি বর্ষণ করে তালেবান যোদ্ধারা। এতে ১৯ জন প্রাণ হারায়। এছাড়া হয় অন্তত ৫০ জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।