জাতিসংঘে ভারতের স্থায়ী পদ অগ্রহণযোগ্য : নওয়াজ


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ফোন করলে তিনি এ কথা জানান। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

নওয়াজ বলেন, কাশ্মীর ইস্যুতে যেহেতু জাতিসংঘের কোনো বিধিবিধানই মানেনি ভারত, তাই নিরাপত্তা পরিষদে তারা স্থায়ী সদস্যপদ পেতে পারে না।

খবরে বলা হয়, গত রাতে নওয়াজকে ফোন করেছিলেন ওবামা। দুই নেতার মধ্যে ৩০ মিনিট ফোনালাপ চলে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট এবং আঞ্চলিক অস্থিরতা ও শান্তি প্রতিষ্ঠা ইত্যাদি নিয়ে আলাপ হয় তাদের মধ্যে।

নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে ভারতকে যে সমর্থন যোগাচ্ছে ওয়াশিংটন, এ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন নওয়াজ শরীফ। তিনি অভিযোগ করেন, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ যতগুলো প্রস্তাব পাস করেছে ভারত তার কোনোটিই বাস্তবায়ন করেনি। নওয়াজ শরীফ আরও বলেন, কাশ্মীরীদের স্বাধীন চিন্তাভাবনার অধিকার দেওয়া হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভারত, তা তারা পূর্ণ করেনি।

প্রসঙ্গত, গত মাসে ভারতে দ্বিতীয় সফরে ওবামা পুনরায় নিশ্চিত করেন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে ভারতের যে দাবি, সেই দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন রয়েছে। ২৫-২৭ জানুয়ারি ২০১৫, তিন দিনের ওই সফরে ভারতে আসার আগেও নওয়াজকে ফোন করেছিলেন ওবামা। নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সারমর্ম পরে জানাবেন বলেও নওয়াজকে কথা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।