ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৯


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের তামিলনাডু ও কর্নাটক রাজ্যের সীমান্ত এলাকায় বেঙ্গালুরু-আরনাকুলাম আন্তনগর এক্সপ্রেস নামক একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক যাত্রী। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বেঙ্গালুরু থেকে ভোর সোয়া ৬টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। ৭টা ৩৫ মিনিটের বেঙ্গালুরু থেকে ৪৫ কি.মি দূরে লাইনচ্যুত হয়।

রাজ্য সরকারের রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, রেললাইনে পড়ে থাকা একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি লাইনচ্যুত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।