কাশ্মির সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২


প্রকাশিত: ০৭:০০ এএম, ২৪ অক্টোবর ২০১৬

কাশ্মির সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পাকিস্তানের এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো সাতজন।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) সোমবার এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়েছে, রোববার রাতে কোনো কারণ ছাড়াই গোলাগুলি শুরু করে বিএসএফ। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে, হারপিল, পুখলিয়ান এবং ছারওয়াহ সেক্টরে গোলাগুলি করেছে ভারতীয় বিএসএফ।

এক বিবৃতিতে বলা হয়েছে, রাতভর অবিরাম গুলি বিনিময় করেছে দু’দেশের সৈন্যরা। আহত পাক সৈন্যদের কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে বিএসএফের সদস্যরা চুরপ্রার এবং হারপাল সেক্টরে অহেতুক গোলাগুলি করেছে।

এদিকে, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিরানগর সেক্টরে পাক সেনাদের গুলিতে দুই জওয়ান আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে এক জওয়ান রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিএসএফের এক মুখপাত্র বলেছেন, শুধুমাত্র রোববারই পুরা সেক্টরে দুইবার সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। তাদের সমুচিত জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী।

আরএস পুরা সেক্টর, পারগল এবং কানাচকের ১৩টি স্থানে হামলা চালিয়েছে পাক সেনারা। এসব স্থানে গোলাগুলির পাশাপাশি গোলাবর্ষণও করেছে সেনারা।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।