ইউক্রেনে যুদ্ধবিরতির মাঝেও চলছে লড়াই


প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

নতুন চুক্তি অনুযায়ী ইউক্রেনের পূর্বাঞ্চলে শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবার কথা থাকলেও সেখানে এখনো লড়াই চলছে। বিদ্রোহী-নিয়ন্ত্রিত দোনেস্ক শহরে কামানের গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। এছাড়া লুহানস্কেও গোলাগুলি চলছে বলে জানা গেছে।

ইউক্রেনের সরকারি বাহিনী জানায়, গত ২৪ ঘন্টায় তাদের ১১ জন সৈন্য নিহত এবং ৪০ জন আহত হয়েছে। বিদ্রোহীরা জানান, ইউক্রেন সেনাবাহিনীর হামলায় তাদের সাতজন নিহত হয়েছে।

এর আগে মিনস্কে ফ্রান্স ও জার্মানি মধ্যস্থতায় সম্পাদিত এক চুক্তিতে শনিবার দিন শেষ হলেই যুদ্ধবিরতি কার্যকর হবার কথা বলা হয়। এর অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের নেতৃবৃন্দ এবং বিদ্রোহীদের প্রতিনিধিরাও সহিংসতা বন্ধ করতে এবং ভারী অস্ত্র সরিয়ে নিতে রাজী হন। ইউরোপের নেতারা রাশিয়াকে সতর্ক করে বলেন, নতুন যুদ্ধবিরতি চুক্তি মেনে না চললে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে দোনেস্কের বিদ্রোহীরা জানান, তারা লড়াই চালিয়ে যাবে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।