বিরতিহীন দীর্ঘতম ফ্লাইটের রেকর্ড এখন ভারতের দখলে


প্রকাশিত: ০৫:২২ এএম, ২৪ অক্টোবর ২০১৬

দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো পর্যন্ত বিরতিহীন ফ্লাইট পরিচালনা করে বিশ্বের বিরতিহীন দীর্ঘতম ফ্লাইটের রেকর্ড এখন ভারতের দখলে। এরআগে দীর্ঘতম ফ্লাইটটের রুটটি ছিল দুবাই-অবল্যান্ড রুটে।

ভারত পরীক্ষামূলকভাবে দিল্লি-সানফ্রান্সিসকো রুটে যে বিমানটি পরিচালনা করেছে সেটি আটলান্টিক মহাসাগরের বদলে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে গেছে। আর এতেই এটি দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটের খেতাব পেয়েছে।

এতে বিমানটির ঘণ্টায় মোট ৯ হাজার ৬০০ লিটার জ্বালানি প্রয়োজন হয়েছে। এ পথের মোট দূরত্ব ১৫ হাজার ৩শ কিলোমিটার।

শিগগিরই এ পথে যাত্রী পরিবহন শুরু করবে ভারত।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।