ক্যালিফোর্নিয়ায় বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু


প্রকাশিত: ০৩:২৫ এএম, ২৪ অক্টোবর ২০১৬

ক্যালিফোর্নিয়ায় একটি পর্যটন বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। একটি লরি বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

বাসের অধিকাংশ যাত্রীই লাতিন আমেরিকার। দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

California

কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে। বাসটি লস অ্যাঞ্জেলসের উদ্দেশে যাত্রা করেছিল। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

California

গত সাত দশকে ক্যালিফোর্নিয়ার লোকজন এমন ভয়াবহ বাস দুর্ঘটনা আর দেখেনি বলে উল্লেখ করেছে দ্য লস অ্যাঞ্জেলস টাইমস।

এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ কাজে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানানো হয়েছে।

California

এদিকে, ডেসার্ট সান পত্রিকা বলছে, পর্যটন বাসটি ক্যালিফোর্নিয়ার সালতোন শহরের কাছাকাছি রেড আর্থ কেসিনো থেকে যাত্রা করেছিল।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।