পেশোয়ারে মসজিদে বোমা হামলা, নিহত ১৯
পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক। আহতদের পেশোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার পেশোয়ারের জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে। খবর ডন নিউজ।
খাইবার পাখতুনখোয়ার তথ্যমন্ত্রী মুসতাক ঘানি এ খবর নিশ্চিত করেছেন। ডনের সর্বশেষ খবরে বলা হয়, হামলার সময় ভেতরে কমপক্ষে ৮০০ লোক ছিল।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, তিনজন আত্মঘাতী হামলাকারী মসজিদে ঢুকেছিল। এদের মধ্যে একজন নিজেকে উড়িয়ে দিতে পারলেও বাকি দুজন নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানায় তিন হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
হামলার খবর শোনার পর পরই নিন্দা জানান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও প্রেসিডেন্ট মামনুন হুসাইন। এ ছাড়া পাখতুনখোয়ার ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানসহ পাকিস্তান জামায়াতে ইসলামি ও এমকিউএম এর নেতারাও এ ঘটনায় নিন্দা জানান।
এএইচ/পিআর