ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি নিলামে বিক্রি


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৬

নিলামে বিক্রি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি। লস অ্যাঞ্জেলেসের এক অনলাইন সংস্থার উদ্যোগে ট্রাম্পের একটি নগ্ন মূর্তি বিক্রি হয়েছে ২০ লাখ ৯৯ হাজার ৪৪২ টাকায় (২১৮৭৫ পাউন্ড)।

দেশটির নিউ ইয়র্ক, সান ফ্রানসিস্কো, ওহিও এবং সিয়াট্ল শহরের বেশ কয়েকটি স্থানে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট পদপ্রার্থীর নগ্ন মূর্তি দেখা যায়। এসব মূর্তির একটিতেও অণ্ডকোষ নেই। ট্রাম্প বিরোধীদের ‘দ্য এম্পারর হ্যাস নো বল্স’ বিক্ষোভের প্রতীক হিসেবেই মূর্তিগুলো বসানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে রিপাবলিকান দলের প্রতিবাদের মুখে মূর্তিগুলো সরিয়ে ফেলা হয়।

এমনই একটি মূর্তি সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি অনলাইন সংস্থা নিলামে তোলে। শেষ পর্যন্ত ট্রাম্পের ওই মূর্তি ২০ লাখ ৯৯ হাজার ৪৪২ টাকায় বিক্রি হয়। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি।

নিলামের কিছু অর্থ উদ্বাস্তু কল্যাণ তহবিলে দান করা হবে বলে জানিয়েছে নিলামকারী সংস্থাটি। এর আগে, নির্বাচনী প্রচারণায় শরণার্থী সঙ্কটের সমাধানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে প্রাচীর নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

নিলামকারী সংস্থা জুলিয়েনের এক মুখপাত্র বলেছেন, মূর্তিটি নিলামে তোলার পরই সম্ভাব্য ক্রেতাদের থেকে দ্রুত ডাক আসতে শুরু করে। ট্রাম্পের শরীরের দখল নিতে সকলেই আগ্রহী ছিলেন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।