আবারো ইউক্রেনকে ঋণ সহায়তা দিবে আইএমএফ


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

ইউক্রেনকে আরো ১ হাজার ৭`শ ৫০ কোটি ডলারের ঋণ সহায়তা দিতে সম্মতি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

সংস্থাটির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যের অনুমোদন পেলে এ বিষয়ে কিয়েভের সাথে ৪ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত আইএমএফ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দে। তবে ঋণের বিপরীতে ইউক্রেনকে নিশ্চিত করতে হবে দেশের অর্থনৈতিক পুনর্গঠন। এ ঋণ সহায়তা পেলে ইউক্রেনের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ৪০ হাজার কোটি ডলার।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।