ইতালীয় উপকূল থেকে ১৪ শরণার্থীর মৃতদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৩ অক্টোবর ২০১৬

ইতালীয় উপকূল থেকে ১৪ শরণার্থীর মরদেহ উদ্ধার করেছে উপকূলরক্ষীরা। এছাড়া আরো ২ হাজার ৪০০ শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুদিনের অভিযানে ওই শরণার্থীদের উদ্ধার করা হয়।

শরণার্থীরা রাবার এবং অন্যান্য ছোট নৌকায় সাগর পাড়ি দিচ্ছিল বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। শুধু শনিবারই ২০ বার অভিযান চালিয়েছে উপকূলরক্ষীরা।

শনিবার ডক্টরস উইদাউট বর্ডার্সের এক টুইট বার্তায় জানানো হয়েছে, অভিযান চলাকালীন চার শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

ইউরোপে পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত বহু শরণার্থী প্রাণ হারিয়েছে। এ বছরই সাগর পথে তিন হাজারের বেশি শরণার্থী নিখোঁজ অথবা মৃত্যু হয়েছে। এত কিছুর পরও দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে শরণার্থীরা ইউরোপে পাড়ি দিচ্ছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।