মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৪৭


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪৭ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার এ তথ্য জানায়।

চীনা সীমান্তবর্তী শান প্রদেশে চারদিন ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাতে কোকাং এলাকার চীনা বিদ্রোহীরা হামলা চালায় বলে গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমার জানিয়েছে।

গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারের ইংরেজি সংস্করণে বলা হয়েছে, ‘সংঘাতে এ পর্যন্ত সরকারি বাহিনীর ৪৭ সদস্য নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। পাঁচটি গাড়ি ধ্বংস করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুইশ’ বিদ্রোহীর একটি শক্তিশালী দল কনজিয়ান এলাকায় অবস্থিত একটি সেনাঘাঁটিতে বৃহস্পতিবার হামলা চালায়। এ ঘটনার প্রতিশোধ নিতে অবশ্য সেনাবাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে।

এ ঘটনাকে সান প্রদেশের কোকাং এলাকায় সংঘাতের পুনর্জাগরণ বলে মনে করা হচ্ছে। ছয় বছরের মধ্যে সেখানে এই প্রথম সংঘাতের ঘটনা ঘটল। এই সংঘাতকে সরকারের সম্বনিত শান্তি চুক্তির প্রচেষ্টার ওপর অশুভ ছায়া বলে মনে করা হচ্ছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।