বিএসএফের গুলিতে ৭ পাকিস্তানি সেনা নিহত


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২১ অক্টোবর ২০১৬

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর অন্তত সাত সদস্য নিহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত রেখায় শুক্রবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।  

খবর বলা হয়েছে, গত বুধবার রাত থেকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতের স্নাইপার নিয়ে টহল শুরু করে বিএসএফ। ওই সেনারা শুক্রবার ভারতে প্রবেশের চেষ্টা করলে গুলিতে মারা যায়। তবে এসময় এক বিএসএফ সদস্যও আহত হয়েছে বলে জানানো হয়েছে।

তবে বিএসএফের দাবি, সকালে হিরানগর সেক্টরে ভারতীয় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাকিস্তানি সীমান্তরক্ষীরা। জবাবে বিএসএফ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

অবশ্য, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর গোলগুলির ঘটনা নিশ্চিত করলেও হতাহতের খবর নাকচ করে দিয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।