এবার পুরস্কার ঘোষণা করলো ছাত্রলীগ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

চলমান হরতাল অবরোধে হামলাকারীদের ধরিয়ে দিতে এবার পুরস্কার ঘোষণা করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ছাত্রদল-ছাত্রশিবিরের ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, বর্তমানে ছাত্রদল ও ছাত্র-শিবির আইএস জঙ্গির মতো নির্বিচারে মানুষ পুড়িয়ে হত্যা করছে।

তিনি দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিলে পুরষ্কার দেওয়ার ঘোষণা করে বলেন, যদি কেউ দুষ্কৃতিকারীদের ধরিয়ে দেয় তাদের রাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

এর আগে ক্যাম্পাসে একটি মিছিল করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস পদক্ষিণ করে ছাত্রলীগের দলীয় টেন্টে এসে শেষ হয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফারহানা আখতার সুমি, সাংগাঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রুয়েট ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান হিমেল প্রমুখ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।