নতুন স্নোডেনের ভয়ে মার্কিন সরকার


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ০৬ আগস্ট ২০১৪

মার্কিন সরকার মনে করছে দেশটির জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন নথিপত্র  নতুন করে কেউ সাংবাদিকদের কাছে ফাঁস করে দিচ্ছেন। অর্থাৎ দেশটিতে নতুন আরেক `এডওয়ার্ডের স্নোডেন` সৃষ্টি হয়েছে।

দ্যা ইন্টারসেপ্ট নামের একটি সংবাদভিত্তিক ওয়েব সাইটে সন্ত্রাসের সঙ্গে জড়িত আমেরিকায় সন্দেহভাজনদের তালিকা নিয়ে খবর প্রকাশের ভিত্তিতে মার্কিন সরকারি কর্মকর্তারা এ সিদ্ধান্ত পৌঁছান।

খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এ তালিকার পরিধি অহেতুক অনেক বেড়েছে। মার্কিন জাতীয় কাউন্টার টেররিজম সেন্টারের ২০১৩ সালের আগস্টে প্রস্তত করা নথিপত্রের ভিত্তিতে এ খবর দিয়েছে। এই ওয়েব সাইটটি মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া নথিপত্র প্রকাশ করেছে। কিন্তু সন্ত্রাসবাদের তালিকা সংক্রান্ত খবরটি স্নোডেন আমেরিকা থেকে পালিয়ে যাওয়ার পর প্রস্তুত করা নথিপত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

ইন্টারসেপ্ট প্রতিষ্ঠাকারী সাংবাদিক গ্রিন গ্রিনওয়াল্ড এর আগে স্নোডেনের ফাঁস করে দেয়া কাগজপত্র প্রকাশ করেছিলেন। গত জুলাইয়ে  নতুন কেউ মার্কিন সরকারের গোপন তথ্য ফাঁস করছে বলে আভাস দেন গ্রিনওয়াল্ড।

টুইটারে দেয়া বার্তায় তিনি বলেন, স্নোডেনের পরও দ্বিতীয় কোনো ব্যক্তি তথ্য ফাঁস করছে তা এখন পরিষ্কার হয়ে উঠছে।

এ ছাড়া, গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে গ্রিনওয়াল্ড বলেছিলেন, মার্কিন সরকারের বদ কাজের তথ্য ফাঁস করে দেয়ার মতো অনেক সূত্র এখনো রয়েছে তা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। এওয়ার্ড স্নোডেন তাদের উদ্দীপনা যুগিয়েছেন। রেডিও তেহরান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।