স্বদেশে ফিরতে চান দালাইলামা
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাইলামা (৭৯) নিজ দেশে ফেরার আশা করছেন। তিনি বলেছেন, ঠিক যেমন চীনারা তাদের সংস্কৃতিকে ভালোবাসে, আমরা তিব্বতীয়রাও আমাদের সংস্কৃতি ও ভাষাকে ভালোবাসি এবং তা রক্ষার চেষ্টা করি।
নরওয়ের ট্রনদেইম এলাকায় নিজ সম্প্রদায়ের এক সমাবেশে একথা বলেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ১৯৮৯ সালে নোবেল বিজয়ী আধ্যাত্মিক নেতা দালাইলামা বলেন, চীনে অবস্থা পরিবর্তিত হচ্ছে। আমাদের নিজ দেশে ফেরার একটি সুযোগ আসবে। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি এবং সেই দিন সূচিত হবে। আপনারা হতাশ হবেন না।
এআরএস/এমএস