যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ শিক্ষার্থী নিহত, গ্রেফতার ১


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার (ইউএনসি) ওই তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়, ইউএনসির একটি আবাসিক ভবনে মঙ্গলবার এই হত্যাকাণ্ড ঘটে। নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিল টাউনের পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ক্রেইগ স্টিফেন হিকস (৪৬) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডুরহাম কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ বলেছে, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে দ্রুত নিরাপত্তাবাহিনী পাঠানো হয়। ঘটনাস্থলে ওই তিন শিক্ষার্থীকে নিহত অবস্থায় পায় পুলিশ।

নিহতরা হলেন-দিয়া শ্যাডি বারাকাত (২৩), তার স্ত্রী ইউসর মোহাম্মদ (২১)। নিহত অপর শিক্ষার্থীর নাম রাজন মোহাম্মদ আবু সালহা। তারা কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন, এ তথ্য খবরে উল্লেখ করা হয়নি। পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।