মিন্টুর গ্রামের বাড়িতে গুলি ও আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টুর ফেনী জেলার গ্রামের বাড়িতে গুলি, বোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১১টার দিকে জেলার দাগনভূঁইয়া উপজেলার আলইয়ারপুরের গ্রামের বাড়িতে একদল মুখোশধারী দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে। এ সময় দুর্বৃত্তরা ককটেল ও কয়েক রাউন্ড গুলিও নিক্ষেপ করে।  

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১ টার দিকে মিন্টুর গ্রামের বাড়িতে ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত প্রথমে ১০/১৫টি ককটেল নিক্ষেপ করে এবং গুলি ছুড়ে। পরে মিন্টুর চাচা হাবিব উল্লার ঘরে অগ্নিসংযোগ করে।

আগুনে টিনসেট ঘরটি সম্পূর্ণ পুড়ে হয়ে যায়। এ সময় তাদের ঘরে কেউ ছিল না। ঘরটি তালা বদ্ধ ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দাগনভূইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।