মাঝ আকাশে জরুরি অবস্থা জারির পর বিমানের নিরাপদ অবতরণ


প্রকাশিত: ০১:০২ পিএম, ১৯ অক্টোবর ২০১৬

মাঝ আকাশে জরুরি অবস্থা ঘোষণার পর স্পেন থেকে যুক্তরাজ্যের কার্ডিফগামী একটি বিমান জরুরি অবতরণ করেছে।
স্পেনের আলিক্যান্টে থেকে ভূয়েলিং ফ্লাইট ভিওয়াই ১২৪১ এয়ারলাইন্সের একটি বিমান বুধবার সকালে অবতরণ করে।

কার্ডিফ বিমানবন্দরের এক মুখপাত্র জানান, ভূয়েলিং ফ্লাইট ভিওয়াই ১২৪১ এয়ারলাইন্সের এ-৩২০ বিমানে বৈদ্যুতিক সমস্যা দেখা যাওয়ায় মাঝ আকাশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরে স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১টায় বিমানটি নিরাপদে অবতরণ করে।

বিমানটির বৈদ্যুতিক সংযোগে ত্রুটি ধরা পড়ায় ১০টা ২৫ মিনিটে বিমানবন্দরে অবতরণের কিছু আগে জরুরি অবস্থা ঘোষণা করেন পাইলট।

কার্ডিফ বিমানবন্দরের ওই মুখপাত্র বলেন, কার্ডিফ বিমানবন্দরগামী ভূয়েলিংয়ের একটি বিমানে জরুরি অবস্থা জারির পর অবতরণ করেছে। বিমানের যাত্রীরা নিরাপদ রয়েছেন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।