শিশু যৌন নির্যাতন বন্ধে ইন্দোনেশিয়ায় নতুন আইন


প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৯ অক্টোবর ২০১৬

ইন্দোনেশিয়ায় যৌন অপরাধ দমনে নতুন আইন চালু হয়েছে। প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, শিশু যৌন নির্যাতন বন্ধে যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করার আইন এনেছে তার সরকার। এই নতুন আইনের ফলে যৌন অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইন্দোনেশিয়া মানবাধিকারকে সম্মান করে। তবে যৌন নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে কোন আপোষ হতে পারে না।

সম্প্রতি চৌদ্দ বছর বয়সী এক কন্যা শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপার শুরু হয়েছে। অপরাধীদের শাস্তি দাবি করে সমাবেশে অংশ নিয়েছে সাধারণ মানুষ। ওই ঘটনার পর চলতি মাসের শুরুতে শিশু নির্যাতনকারীদের নপুংসক করার আইন পাশ হয়েছে দেশটিতে। তবে এ নিয়ে সংসদে তুমুল বিতর্কও হয়েছে।

যৌন নিপীড়কদের সর্বোচ্চ সাজার বিষয়টি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। রাসায়নিকভাবে একজন অত্যাচারীকে নপুংসক করে দেয়া হলে সময়ের সঙ্গে সঙ্গে এ ধরনের অপরাধ করতে অপরাধীরা আর সাহস পাবে না। ফলে সমাজ থেকে এ ধরনের অন্যায়, অনাচার খুব তাড়াতাড়ি দূর করা সম্ভব হবে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।