খুনের অপরাধে সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর


প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৯ অক্টোবর ২০১৬

এক ব্যক্তিকে গুলি করে হত্যার অপরাধে এক সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়েছে।

মঙ্গলবার ওই সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে রাজপরিবারের কারো মৃত্যুদণ্ড কার্যকর খুবই বিরল ঘটনা।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এজেন্সির খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আব্দেল আল মোহাম্মেদ নামে এক ব্যক্তির সঙ্গে ঝগড়ার পর তাকে গুলি করে হত্যার অপরাধে প্রিন্স তুর্কি বিন সৌদ আল-কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তবে কিভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সৌদি সাধারণত শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এরআগে ১৯৭৫ সালে সৌদি রাজ পরিবারের একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।     
 
এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।