তুরস্কে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়তে পারে


প্রকাশিত: ০৫:১৪ এএম, ১৯ অক্টোবর ২০১৬

তুরস্কের সংবিধান সংশোধনের একটি উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির সরকার। এরফলে দেশটিতে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়বে।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ তথ্য জানিয়েছেন।

তবে সংবিধার সংশোধনের জন্য পার্লামেন্টে তিন-পঞ্চমাংশ সদস্যের সমর্থন প্রয়োজন পড়বে। এছাড়া এ জন্য একটি গণভোটেরও আয়োজন করা হবে।  

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এ প্রস্তাবে সমর্থন দিতে পারে ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টিও (এমএইচপি)।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।