পুতিনকে ওবামার হুঁশিয়ারি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে হুঁশিয়ারী দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মিনস্কে শান্তি আলোচনার আগে পুতিনের সঙ্গে এক ফোনালাপে তিনি এ হুঁশিয়ারী দেন। ওবামা বলেন, রাশিয়া যদি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সৈন্য, অস্ত্র ও আর্থিক সহায়তা দেওয়া অব্যাহত রাখে তাহলে তার জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।
মঙ্গলবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আজ বুধবার বেলারুশের রাজধানী মিনস্কে শান্তি আলোচনায় বসবেন ইউক্রেন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের নেতারা। আল-জাজিরা জানিয়েছে, ক্রেমলিন হোয়াইট হাউজের এই বিবৃতিকে আমলে নিয়ে জানিয়েছে, ইউক্রেন সংকট একটি ‘গৃহযুদ্ধ’। কিয়েভ ও পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহয়তা করছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পেরোশেঙ্কো বলেন, সংঘর্ষ বন্ধে মিনস্কের শান্তি আলোচনা হচ্ছে ‘শেষ সুযোগ’।
গত এপ্রিলে শুরু হওয়া এই সংঘর্ষে এ পর্যন্ত পাঁচ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় মস্কোর বিরুদ্ধে চাপ বাড়ানোর জন্যই যুক্তরাষ্ট্রের এই আহ্বান।
গত সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জানান, কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে কিয়েভকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করা হবে। ইউরোপের দেশগুলো কিয়েভকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে। তাদের আশঙ্কা, কিয়েভকে অস্ত্র সরবরাহ করা হলে সংঘর্ষ আরো বেড়ে যাবে।
এএইচ/আরআই