ভূমধ্যসাগরে দুই শতাধিক শরণার্থীর মৃত্যু


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

শরণার্থীদের নিয়ে যাত্রা করা তিন নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এ দুর্ঘটনায় প্রায় দুই শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও শতাধিক শরণার্থী। জাতিসংঘের শরণার্থী সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একশ’ করে যাত্রী নিয়ে তিনটি নৌকা লিবিয়া থেকে থেকে ইতালির দিকে যাত্রা করে। যাত্রাপথে আরেকটি নৌকাও ছিল। ১০৫ যাত্রী নিয়ে ভেসে চলা চতুর্থ নৌকাটি প্রতিকূল আবহাওয়ায় রোববার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নোঙ্গর করার আগে ওই নৌকার অন্তত ১৯ যাত্রী মারা যান। অপর তিন নৌকা প্রতিকূল আবহাওয়ায় টিকতে না পেরে ডুবে গেলে দুই শতাধিক শরণার্থীর মৃত্যু হয়।

আলজাজিরা বলছে, ইউএনএইচসিআর’র মুখপাত্র কারলোট্টা সামি এক টুইট বার্তায় জানিয়েছেন, নয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা ঢেউয়ের অতলে হারিয়ে গেছে। ঘটনার চার দিনের মাথায় নিখোঁজ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।