ইয়েমেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু


প্রকাশিত: ০৭:০১ এএম, ১৮ অক্টোবর ২০১৬

ইয়েমেনে মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলুদ শেইখ আহমেদ এই ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

ইসমাইল ওলুদ শেইখ আহমেদ এক বিবৃতিতে জানান, এ ধরনের পদক্ষেপে ইয়েমেনের সব পক্ষ থেকে নিশ্চয়তা পাওয়া গেছে।

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বুহ মানসুর হাদি বাহিনী হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে রেখেছে।

এর আগে সানায় একটি শেষকৃত্য অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলার ঘটনায় ১৪০ জনের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা জানানো হয়। ওই ঘটনায় আন্তর্জাতিক মহলে সতর্ক করার পরই জাতিসংঘের তরফ থেকে এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলো।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।