সুইডেনে ফিলিস্তিনি দূতাবাস চালু


প্রকাশিত: ০৭:২৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

পশ্চিম ইউরোপে প্রথমবারের মতো ফিলিস্তিনি দূতাবাস খোলা হয়েছে সুইডেনে। সুইডিশ রাজধানী স্টকহোমে মঙ্গলবার দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম। একই দিন সুইডেন সফরে আসেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুইডেনের দূতাবাস খোলার অনুমতি দেয়া শান্তি আলোচনায় একটি গূরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন জানান, সুইডেন ফিলিস্তিনে মানবিক সহায়তা অব্যাহত রাখবে। আগামী পাঁচ বছরে ফিলিস্তিনে একশো আশি কোটি মার্কিন ডলার সহায়তা দেবে সুইডেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।