যুক্তরাষ্ট্রের কারণে ইউক্রেন সংকটের সৃষ্টি: পুতিন


প্রকাশিত: ০৬:২২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের উস্কানিতেই ইউক্রেন সংকটের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, নিজের ইচ্ছা কিয়েভের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। এদিকে, দোনেৎস্কের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর দেবালৎসেভের দুটি এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা।

মঙ্গলবার গোলার আঘাতে পুড়ে যায় দোনেৎস্কের এ বহুতল ভবনের বড় একটি অংশ। হামলার সঙ্গে সঙ্গেই লেগে যাওয়া এ আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় দমকলবাহিনী চেষ্টা চালালেও ততক্ষণ ভবনটির অনেক ঘর পুড়ে ছাই হয়ে যায়। অসহায় এ দৃশ্য দেখতে হয় ভবনটির বাসিন্দাদের।

দোনেৎস্কের এক বাসিন্দা বলেন, কোনো কিছুই নেই। সব পুড়ে গেছে।

একইদিন, দেবালৎসেভের দুটি এলাকা দখলে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা। তাদের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেলজংশন দেবালৎসেভের সঙ্গে সংযুক্তকারী একটি সড়ক তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, ওই এলাকায় তাদের লড়াই অব্যাহত রয়েছে।

এরইমধ্যে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা-ওএসসিই দাবি করেছে, বিদ্রোহীদের নতুন অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। বিদ্রোহীদের হাতে, নতুন নতুন বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র লঞ্চার, কামান দেখতে পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

ওএসসিই মহাসচিব লামবার্তো জেনিয়ার বলেন, ইউক্রেন ও রাশিয়ার সীমান্ত অঞ্চলে আমাদের নজরদারি থাকলেও তা সীমিত। কেননা ৮টি ক্রসিং পয়েন্টের দুটিতে ইউক্রেনীয় বাহিনীর কোনো অস্তিত্ব নেই। তাছাড়া সীমান্ত এলাকার বন-জঙ্গলেও নজরদারি করতে পারছি না। এ কারণে রাশিয়া থেকে আসা অস্ত্রেরও ঠিক চিত্রটা আমরা বলতে পাচ্ছি না।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।