গাজা ইস্যুতে পদত্যাগ করলেন বৃটেনের প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১০:০৬ এএম, ০৫ আগস্ট ২০১৪

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত হামলার ইস্যু নিয়ে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক সিনিয়র প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়াসি। মঙ্গলবার সকালে বৃটিশ মন্ত্রিসভার একমাত্র মুসলিম সদস্য সাঈদা ওয়ার্সি তার টুইটে এ তথ্য প্রকাশ করেছেন।

টুইটে সাঈদা ওয়াসি লিখেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র লিখেছি এবং জমা দিয়েছি। গাজা পরিস্থিতি নিয়ে সরকারের রাজনৈতিক অবস্থানকে আমি সমর্থন করতে পারি না।

এদিকে, পদত্যাগের ঘটনাকে অত্যন্ত দু:খের উল্লেখ করেছেন লন্ডনের মেয়র বরিস জনসন। তিনি আশা করেন, ওয়ার্সি অবিলম্বে মন্ত্রিপরিষদে ফিরে আসবেন।

প্রসঙ্গত, লিডস বিশ্ববিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন ব্যারোনেস সাঈদা ওয়ার্সি। তিনি ২০১০ সাল থেকে বৃটেনের মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করে আসছিলেন। বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।