ভিয়েতনামে ঘূর্ণিঝড়-বন্যায় ২৪ জনের মৃত্যু


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৭ অক্টোবর ২০১৬

ভিয়েতনামে ঘূর্ণিঝড় সারিকার আঘাতের পর ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ভিয়েতনামে এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে। খবর এপির।

দুর্যোগ ব্যবস্থাপণা কর্মকর্তা ট্রান লে ডাং হুং জানিয়েছে, ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াং বিনহ প্রদেশ। ঘূর্ণিঝড়ের কারণে ওই প্রদেশে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরো তিনটি প্রদেশে ছয় জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে।

ট্রান লে বলেন, ‘আমরা খুব চিন্তিত। আমরা ঘূর্ণিঝড়ের কারণে উচ্চ সতর্কতামূলক এলাকা থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা করছি।’

শুক্র এবং শনিবার ৯০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ১ লাখ ২৫ হাজার বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। বন্যায় বহু রাস্তা-ঘাঁট, শস্য এবং মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় সারিকার আঘাতে ফিলিপাইনে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে। ঘর-বাড়ি হারিয়ে বাস্তুহারা হয়ে পড়েছে ১৫ হাজারের বেশি মানুষ।

দক্ষিণ চীনে আঘাত হেনে ঘূর্ণিঝড়টি এখন ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিবেগে ভিয়েতনামের উত্তরাঞ্চলে অগ্রসর হচ্ছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।