ইয়েমেনে থাকছে না যুক্তরাষ্ট্রের দূতাবাস


প্রকাশিত: ০২:৩৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে ইয়েমেন থেকে দূতাবাস গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট কূটনীতিকদের দ্রুত ইয়েমেন ত্যাগ করে বুধবারের মধ্যে দেশে ফিরে আসার কথাও জানানো হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানায়, দেশটির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজধানীর সানায় অবস্থিত মার্কিন দূতাবাসের সব কার্যক্রম স্থগিত থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাদের বুধবার সন্ধ্যার মধ্যে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।’

গত জানুয়ারিতে দেশটির শিয়া হুথি বিদ্রোহীরা সানার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ভবন দখলে নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দূতাবাস কার্যত বন্ধ ছিল।

দেশটির সমস্যা উভয় রাজনৈতিক দলের মধ্যে সংলাপ করে সামাধানের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু হুথি যোদ্ধারা সেদিকে না হেঁটে ক্ষমতা পাকাপোক্ত করতে প্রেসিডেন্টসিয়াল কাউন্সিল গঠন এবং রাজধানী সানা মতো অন্যান্য এলাকাও দখলে নেওয়ার ঘোষণা দেয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।