সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে চীনের প্রতি আহ্বান মোদির


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৬

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক জোট হয়ে লড়তে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের গোয়ায় ব্রিকসভুক্ত দেশগুলোর সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে তিনি ওই আহ্বান জানান।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনের ফাঁকে চীন ও ভারতের দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছেন। বৈঠক শেষে নরেন্দ্র মোদি জানান, দু`দেশের কৌশলগত সমঝোতাসহ বিভিন্ন ইস্যুতে স্বার্থক আলোচনা হয়েছে।

এদিকে, পাকিস্তানি সংগঠন জয়েশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিতে চীন এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে জি নিউজ বলছে। তবে মাসুদ আজহার ও সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি হামলার বিষয় নিয়ে ভারতের উদ্বেগের কথা জিনপিংকে জানিয়েছেন মোদি।

পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।