আম আদমি পার্টির বিজয়ে মমতার অভিনন্দন


প্রকাশিত: ০২:২৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

ভারতে দিল্লির বিধান সভা নির্বাচনে আম আদমি পার্টির বিজয়ে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এক টুইট বার্তায় তিনি এই অভিনন্দন জানিয়েছেন দলটির নেতা কর্মীদের।

এদিকে দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারেও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির বিধান সভা নির্বাচনে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। মহারাষ্ট্রের সিদ্ধিতে তার নিজ গ্রামে এক সাক্ষাতকারে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন।

এই নির্বাচনে পরাজয় স্বীকার করে নেয়া কেন্দ্রের ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা ছিল তার কতটা এখন আছে তা বিধানসভার নির্বাচনের মধ্য দিয়ে আভাস মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।