ম্যাথিউয়ের আঘাতে ক্যারোলিনায় ২৬ জনের মৃত্যু


প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৬ অক্টোবর ২০১৬

নর্থ ক্যারোলিনায় হ্যারিকেন ম্যাথিউয়ের আঘাতে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার আরো দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন গভর্নর পেট ম্যাক ক্রোরি। খবর রয়টার্সের।

কামবারল্যান্ড এবং ওয়েইনি কাউন্টি থেকে ৫৩ বছর পুরুষ এবং ৪৭ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ম্যাথিউয়ের আঘাতে ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে এই ঘূর্ণিঝড়ের আঘাতে হাইতিতে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে ঝড়ের পরে ভারী বৃষ্টিপাতে নর্থ ক্যারোলিনার বিভিন্ন এলাকা ১ ফুট পানির নিচে তলিয়ে যায়। তবে বেশ কিছু এলাকার পানি সরে যেতে শুরু করেছে।

নর্থ ক্যারোলিনায় আকস্মিক বন্যার কারণে ৬৬০টির মত সড়ক বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ হাজার বাড়ি-ঘর এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।