জেনে নিন ১৩০ বিমানবন্দরের ওয়াইফাই পাসওয়ার্ড


প্রকাশিত: ০৯:০০ এএম, ১৫ অক্টোবর ২০১৬

বিশ্বের ১৩০টি আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াইফাই পাসওয়ার্ড আছে একটা মাত্র মানচিত্রে। আলাদা করে প্রত্যেকটি বিমানবন্দরের পাসওয়ার্ড লিখে রাখার প্রয়োজন নেই। এই মানচিত্রটি আপনার কাছে থাকলেই বিমানবন্দরে নেমে ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করতে পারবেন খুব সহজেই। দেখে নিন সেই মানচিত্র।



এই মানচিত্রটি আবিষ্কার করেছেন কম্পিউটার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এবং ট্রাভেল ব্লগার অনীল পোলাত। ১৩০টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতি মুহূর্তের আপডেট রয়েছে এই অত্যাধুনিক মানচিত্রে। ইন্টারেক্টিভ ম্যাপে এক একটি করে বিমানবন্দরের ওপর ক্লিক করলেই উইন্ডোর বা দিকে ওই বিমানবন্দরের ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়া যাবে।

আগামী দিনে এই মানচিত্রে আরও অনেক বিমানবন্দরের আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।