বসন্তের আগেই তুরস্কে গণভোট


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৫ অক্টোবর ২০১৬

তুরস্কে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হবে কি হবে না সে প্রশ্নে আগামী বসন্তের আগেই দেশটিতে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী বাকির রোজদাগ।

তুরস্কে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন নিয়ে দুটি ভাগ রয়েছে। এরদোয়ান সমর্থকরা চান রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, অন্যদিকে তার বিরোধীদের দাবি এর মাধ্যমে তুরস্ক স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাবে।

বোজদাগ বলেছেন, পার্লামেন্ট যদি দ্রুত সিদ্ধান্ত নেয় তবে বসন্তের আগেই হয়তো একটি গণভোট পাবেন দেশটির জনগণ।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।