নারীদের অভিযোগ মিথ্যা : ট্রাম্প


প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৪ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা নারীদের সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির সব অভিযোগ একেবারেই মিথ্যা এবং বানোয়াট। খবর আল জাজিরার।

ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেন, নারীদের এসব অভিযোগ ভ্রান্ত, হাস্যকর  এবং সম্পূর্ণ মিথ্যা। এসব অভিযোগ মিথ্যা প্রমাণের জন্য তার কাছে যথেষ্ট প্রমান আছে। এসব প্রমান খুব শিগগিরই সঠিক সময়ে, সঠিকভাবে জনগণের কাছে প্রকাশ করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

শুধু তাই নয় জোরপূর্বক স্পর্শ করা এবং হয়রানি করার অভিযোগ যারা করেছেন তাদের ভয়ংকর মিথ্যাবাদী বলেছেন ট্রাম্প। তার দাবি এসব নারীরা গোপনে হিলারি ক্লিনটনের সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। আর কিছু সংবাদমাধ্যম হিলারির হয়ে এসব মিথ্যা খবর প্রচার করছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।