সিরিয়ায় গাড়িবোমা হামলায় ২০ বিদ্রোহী নিহত


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৪ অক্টোবর ২০১৬

সিরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্রোহী চেকপয়েন্টে গাড়িবোমা হামলার ঘটনায় কমপক্ষে ২০ বিদ্রোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিদ্রোহীদের চেকপয়েন্ট লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

তুরস্ক সীমান্তের কাছে আজায শহরে ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) একটি চেক পয়েন্টে ওই হামলা চালানো হয়। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ জনই বিদ্রোহী। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার থেকে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।