তৃতীয় দিনের মতো হরতাল চলছে


প্রকাশিত: ০২:৩২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল মঙ্গলবার দেশব্যাপি তৃতীয় দিনের মতো চলেছে। রোববার সকাল ৬টায় এ হরতাল শুরু হয়েছে। হরতাল চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।

শুক্রবার রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালে ঘোষণা দেওয়া হয়। চলমান অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি এ হরতাল পালন করা হচ্ছে।

বিবৃতিতে বিএনপি ও ২০ দলীয় জোটের সব নেতা-কর্মী ও গণতন্ত্রকামী সংগ্রামী জনগণকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের জন্য জোটনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশব্যাপি কথিত `বন্দুকযুদ্ধের` মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে, গুলি করে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু ও আহত করার প্রতিবাদে, বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এ হরতাল পালন করা হবে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি রোববার থেকে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত প্রথম দফায় ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল ২০ দলীয় জোট। পরে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩৬ ঘণ্টার বাড়ানো হয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।