মহররমে পাকিস্তানের ৫২ শহরে বন্ধ থাকবে মোবাইল সেবা


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১১ অক্টোবর ২০১৬

পাকিস্তানে মহররমের শোভাযাত্রার সময় কমপক্ষে ৫২ শহরে মোবাইল সেবা বন্ধ রাখা হবে। ডনের এক খবরে বলা হয়েছে, মঙ্গল এবং বুধবার মহররমের শোভাযাত্রার সময় মোবাইল সেবা বন্ধ রাখা হবে।

এক টেলিকম কর্মকর্তা ডনকে জানিয়েছেন, মহররমে সকাল আটটা থেকে বেলা ১০টা পর্যন্ত বেশ কিছু শহরে মোবাইল সেবা বন্ধ রাখা হবে। কেন্দ্রীয় রাজধানী, সব প্রাদেশিক রাজধানী, গিলগিট বালতিস্তান এবং আজাদ জম্মু-কাশ্মিরে মোবাইল সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, কুয়েটায় শোভাযাত্রায় নজর রাখতে কমপক্ষে ৭ হাজার পুলিশ মোতায়েত করা হয়েছে বলে জানিয়েছেন এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এছাড়া লাহোরে অন ডিউটিতে থাকবে প্রায় ২০ হাজার পুলিশ। অপরদিকে, করাচিতে সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়াতে দশ হাজার পুলিশ এবং অন্যান্য নিরাপত্তাসংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।