রাশিয়া-যুক্তরাষ্ট্রের তিক্ততায় ভয়ানক পরিস্থিতিতে বিশ্ব


প্রকাশিত: ০৫:০৯ এএম, ১১ অক্টোবর ২০১৬

সিরিয়া ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিশ্ব ভয়ানক পরিস্থিতিতে পড়েছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ।

সিরিয়ার আলেপ্পোতে বোমাবর্ষণ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সম্প্রতি ফ্রান্স যে প্রস্তাব উত্থাপন করেছিল তাতে ভেটো দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে এই শহর নিয়ে রাশিয়ার যে প্রস্তাব ছিল সেটিও গৃহীত হয়নি নিরাপত্তা পরিষদে।  

এর মধ্যে দিয়ে আলেপ্পো ইস্যুতে রাশিয়া-পশ্চিমা শিবিরে বিভক্তি আরো স্পষ্ট হয়েছে। এরইমধ্যে এমন কথা বললেন গর্বাচেভ।

এছাড়া যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে রাশিয়া সাইবার হামলা চালাচ্ছে এবং সিরিয়াতে শান্তি ফেরাতেও বাধা এই রাশিয়া।

দুই দেশকে অগ্রাধিকারমূলক কাজে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন গর্বাচেভ।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।