ইউক্রেন সঙ্কট সমাধানে উদ্যোগ নিয়েছে জার্মানি ও ফ্রান্স
ইউক্রেনের যুদ্ধ থামাতে জার্মানি এবং ফ্রান্সের অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলন্দ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বুধবার বেলারুশের রাজধানী মিনস্কে সঙ্কট সমাধানে একটি বৈঠকে বসবেন বলে জানা গেছে।
এই চার নেতা টেলিফোন কনফারেন্সের পর এই বৈঠকের ব্যাপারে একমত হন। ইউক্রেনের সঙ্কট সমাধানের জন্যে নতুন এই শান্তি পরিকল্পনার উদ্যোগ নিয়েছে জার্মানি ও ফ্রান্স।
জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল ও ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসেয়া ওলন্দ গত সপ্তাহে এই পরিকল্পনা নিয়ে কিয়েভ ও মস্কোতে গিয়েছিলেন।
মি. ওলন্দ শনিবার বলেছেন, নতুন এই শান্তি পরিকল্পনায় একটি সৈন্যমুক্ত এলাকা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ওই এলাকাটি হবে বর্তমানে যেখানে যুদ্ধ চলছে তার ৫০ থেকে ৭০ কিলোমিটার এলাকাজুড়ে। এই সঙ্কট সমাধানের উপায় খুঁজতে রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স ও জার্মানির নেতারা আজ টেলিফোনে আলোচনা করেছেন।
জার্মান সরকারের একজন মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দ, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিকন্ফারেন্সে বিস্তারিত কথাবার্তা বলেছেন।
আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে তারা বুধবার বেলারুসের রাজধানী মিন্সকে আলোচনায় বসবেন। জার্মান মুখপাত্র বলেছেন, চার নেতা বেশ কিছু পদক্ষেপসহ সমন্বিত একটি পরিকল্পনার ব্যাপারেও বিস্তারিত কথাবার্তা বলেছেন। এর আগে গত সেপ্টেম্বর মাসেও এই মিন্স্ক শহরে যুদ্ধবিরতির জন্যে সমঝোতা হয়েছিলো। কিন্তু বিদ্রোহীরা আরো এলাকা দখল করে নিলে এই চুক্তি টিকে থাকেনি।
গত বছরের এপ্রিল মাসে দেশটির পূর্বাঞ্চলে সরকারি সৈন্যদের সাথে রুশপন্থী বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে পাঁচ হাজারের মতো মানুষ নিহত হয়েছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে যে রাশিয়া এই বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ করছে এবং সীমান্তের ওপারে সৈন্যও পাঠাচ্ছে। শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। সূত্র: বিবিসি
পিআর/আরআই