বৃক্ষের জন্য ভালোবাসা (দেখুন ছবিতে)
পরিবেশের পরম বন্ধু বৃক্ষ। পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করতে পরিবেশ থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করছে বৃক্ষ। বিনিময়ে ত্যাগ করছে অক্সিজেন; যা মানুষের বেঁচে থাকার অন্যতম অবলম্বন।
বৈশ্বিক উষ্ণতা বেড়ে চলেছে; মানুষের কপালেও ভাঁজ ফেলছে এটি। পৃথিবীতে বনায়নের পরিমাণও দ্রুত কমছে; এর ফলে দুষিত হচ্ছে পরিবেশ। সুন্দর ও সবুজ পৃথিবীর জন্য বৃক্ষের কোনো বিকল্প নেই। আমাদের দেশে অহরহই অবাধ বৃক্ষনিধন করা হচ্ছে; কোনো স্থাপনা কিংবা সড়ক মেরামতের কাজ করতে গিয়ে নির্দ্বিধায় কেটে ফেলা হচ্ছে।
কিন্তু এই কয়েকটি ছবি দেখুন; পরিবেশের অন্যতম বন্ধু বৃক্ষ বাঁচাতে গিয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে। দেখুন ছবিতে...
এসআইএস/আরআইপি