হাজার ছুঁয়েছে হাইতিতে নিহতের সংখ্যা, ছড়িয়ে পড়ছে কলেরা


প্রকাশিত: ০৮:২৮ এএম, ১০ অক্টোবর ২০১৬

হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে এ পর্যন্ত ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। হারিকেনের পরপরই দেশটিতে বিপর্যয়ের মত কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কলেরার প্রাদুর্ভাবের পরপরই সেখানে কলেরায় আক্রান্ত হয়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।

হারিকেনের আঘাতে এক সঙ্গে এত মানুষের মৃত্যুতে গণকবরে এসব মানুষকে সমাহিত করতে শুরু করেছে হাইতি। খবর রয়টার্সের।

রোববার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কলেরা বিপজ্জনকভাবে বিস্তার লাভ করেছে।

মঙ্গলবার ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। দুর্যোগ এবং বিপর্যয়ে প্রায় ১৪ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।