১১ দেশে সানোফির ডেঙ্গুর টিকার অনুমোদন


প্রকাশিত: ০৫:১০ এএম, ১০ অক্টোবর ২০১৬

সানোফি পাস্তিউর প্রতিষ্ঠিত সানোফিস ভ্যাকসিনস ইউনিট জানিয়েছে, তাদের আবিষ্কৃত ডেঙ্গু জ্বরের টীকা ডেংভেক্সিয়া ১১টি দেশ অনুমোদন দিয়েছে। এসব দেশে এই টীকাগুলো বাজারজাত করা যাবে। খবর বিজনেস টাইমসের।

মেক্সিকো, ফিলিপাইন, ব্রাজিল, এল সালভাদোর, কোস্টারিকা, প্যারাগুয়ে, গুয়াতেমালা, পেরু, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে ডেঙ্গুর টীকা অনুমোদন পেয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ডেঙ্গু জ্বরকে ফোর ভাইরাস সিরোটাইপস হিসেবে শেণিকরণ করেছে। ডেঙ্গুজ্বর মূলত মশাবাহিত রোগ। মশার মাধ্যমে এই রোগ ছড়ায়।    

বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক এই রোগে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৪ কোটি মানুষ এই রোগে আক্রান্ত বলে ধারণা করা হয়।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।