দলীয় রাজনীতিতে সরকারি তহবিল ব্যবহার করা যাবে না


প্রকাশিত: ০৪:১৬ এএম, ১০ অক্টোবর ২০১৬

ভারতের কোনো রাজনৈতিক দল এখন থেকে দলীয় বা প্রতীকের প্রচারণায় সরকারি তহবিল ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। সরকারি তহবিলের সঙ্গে সরকারি জায়গা ও যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, নির্দেশনার ব্যত্যয় ঘটালে দলের প্রতীক নিষিদ্ব করা হবে।

এরআগে উত্তর প্রদেশে বিএসপির শাসনামলে একটি হাতির মূর্তি স্থাপন নিয়ে একটি মামলা হয়। এতে অভিযোগ ছিল, সরকারি তহবিল থেকে খরচ করে ওই মূর্তি স্থাপন করা হয়েছিল।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।